
প্রকাশিত: Sun, Mar 19, 2023 4:31 PM আপডেট: Tue, Jul 1, 2025 9:19 AM
ভুগছেন গ্রেপ্তার আতঙ্কে
ঢাকা ফিরেই পুলিশের কাছে পুরষ্কার চাইলেন হিরো আলম
শিমুল চৌধুরী ধ্রুব: পুলিশ কর্মকর্তা খুনের মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে দুবাই গিয়েছিলেন হিরো আলম। রোববার সকাল সোয়া ৮টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে তিনি বলেন, সাকিব আল হাসান এবং আমার মাধ্যমেই পুলিশ একজন হত্যা মামলার পলাতক আসামির সন্ধান পেয়েছে। তাই পুলিশের উচিৎ আমাকে আর সাকিব আল হাসানকে মেডেল দেওয়া। আমরা যদি সেখানে না যেতাম, তা হলে পুলিশ ওই আসামির সন্ধান পেত না। তাই আমাদের পুরস্কার দেওয়া উচিত। গ্রেপ্তার আতঙ্কে আছেন কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, অবশ্যই গ্রেপ্তার আতঙ্কে আছি। বাসায় না পৌঁছানো পর্যন্ত আতঙ্ক কাটবে না।
গত বুধবার স্বর্ণের দোকান উদ্বোধনীর দিনে দেশের গণমাধ্যমে খবর প্রকাশ হয়, এই আরাভ খান একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলার পলাতক আসামি। এরপর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিবি প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান; ডিবি থেকে নিষেধের পরও সাকিব আল হাসান ও হিরো আলম দুবাই গেছেন। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাদের। দুবাইয়ে ওই জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ রয়েছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব